1 July

matlub1

দক্ষতার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে

প্রকাশিত – শনিবার, ০৬ জুন ২০১৫

ঢাকা: প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জ রয়েছে তা দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে সরকারকে পরামর্শ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহ্‌মাদ।

শনিবার বিকেলে মতিঝিল ফেডারেশন ভবনে জাতীয় বাজেট পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন মাতলুব। এ সময় নবগঠিত পরিচালনা বোর্ডের প্রথম সহ-সভাপতি শফিউল ইসলামসহ বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত জাতীয় বাজেটকে দেশীয় শিল্প সহায়ক বাজেট উল্লেখ করে মাতলুব আহ্‌মাদ সামগ্রিক বাজেটের উপর ১২টি, আমদানি শুল্ক সংক্রান্ত ১০টি, মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) সংক্রান্ত ৯টি এবং আয়কর সংক্রান্ত ৭টি বিষয়ের উপরসহ মোট ৩৮টি বিষয়ে লিখিত বক্তব্য দেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।