3 July

11540917_394727614061107_910187378414976291_n

জালনোট সম্পের্ক সচেতনতা বাড়াতে হবে: মাতলুব আহমাদ

১ জুলাই ঢাকা: জালনোট সম্পর্কে ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ থাকলেও সাধারণ মানুষ এ থেকে বঞ্চিত। তাই সাধারণ মানুষকে জালনোট সম্পর্কে সচেতন করে তোলা জরুরি। আর এ লক্ষ্যে প্রতিটি জেলায় একটি করে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ।

গতকাল মতিঝিলে ফেডারেশন ভবনে বাংলাদেশ ব্যাংক ও এফবিসিসিআইয়ের সহযোগিতায় বিপণি বিতানে জালনোট শনাক্তকারী মেশিন হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম, শুভঙ্কর সাহা, এফবিসিসিআইয়ের পরিচালকরা।

বিস্তারিত ঃ